ব্রুনেই হাইকমিশনারের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধির সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত ব্রুনেইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত ইসলামী জানিয়েছে, সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সঙ্গে ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর ভূমিকা ও জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *