সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, তফসিল বাতিলসহ ১ দফা দাবিতে বিএনপির ডাকা ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি সফলে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় এই মিছিল হয়। মিছিলের সময় তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে অংশ নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সৈয়দ সাইফুজ্জামান, আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক মনজুরুল আলম রিয়াদ, যুগ্ম সম্পাদক জকির উদ্দিন আবির, সহ-সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, অহি আহমেদ জুবায়ের, জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সুজার, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহবুব শেখ প্রমুখ।
এদিকে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে রাজধানীর রামপুরা এলাকায় বিক্ষোভ মিছিল হয়। এতে অংশ নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিক রহমান, সহ-সাধারণ সম্পাদক সামস সুজন, নাসরিন রহমান পপি।