প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ১৪ দলীয় জোটের শরিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার বিকেলে ১৪ দলের একাধিক নেতা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে জোটগত নির্বাচন নিয়ে আলোচনা হবে। সেদিন জোটের শরিকরা কয়টি আসনে প্রার্থী দিতে পারেন সেই বিষয়েও আলোচনা হবে।