আইনের শাসন কায়েম করে জুলাই হত্যাকাণ্ডের অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের নিশ্চয়তা প্রদান না করলে অন্তর্বর্তী সরকারের বিপ্লবী ভূমিকা মানুষের কাছে ম্লান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ড. ইউনূসের অনেক সুনাম আছে। আমরা সেই সুনামের প্রতিফলন দেখতে চাই।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে গণ-আন্দোলনে নিহত মাহমুদুর রহমান সৈকতের বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, শুধু আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে নয়, দেশের মধ্যে সুশাসন, ভয়ংকর জুলাইয়ে নারকীয় গণহত্যার অপরাধীদের গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা না দিলে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।