অনেক সিদ্ধান্তের বিসিবি বোর্ড মিটিং কবে?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষেই বোর্ড মিটিংয়ে বসার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের। তবে এখন পর্যন্ত হয়নি কাঙ্খিত সেই বোর্ড মিটিং। কবে নাগাদ হবে সেটিও অজানা। তবে বোর্ড মিটিংয়ে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে তার কিছু আভাস পাওয়া গেছে। এর মধ্যে আছে অন্তত ২টি গুরুত্বপূর্ণ ইস্যু- নির্বাচক প্যানেল, বিশ্বকাপ তদন্ত রিপোর্ট।

আজ বৃৃহস্পতিবার বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘কিছু বিষয় আছে আমাদের, এজেন্ডা তো অবশ্যই আছে। মিটিংটা অনেকদিন হচ্ছে না, মিটিংটা হওয়া দরকার কারণ অনেক রেগুলার কিছু ইস্যু থাকে যে গুলো বোর্ডে অনুমোদন লাগে। ওগুলো এখনো ওই অবস্থায় আছে, সামনে হয়তো মিটিংয়ের পর ওটা অনুমোদন করা হবে। এগুলো রুটিন কাজ, রুটিন কাজ যেগুলো থাকে ওগুলো বোর্ডে অনুমোদন করে নিতে হয়।’

আসন্ন বোর্ড মিটিংয়ের ওপর ঝুলছে বিসিবির নির্বাচকদের থাকা, না থাকা। একইসঙ্গে বিশ্বকাপ ব্যর্থতার জন্য যে তদন্ত কমিটিও করেছিল বিসিবি, সেই রিপোর্টও তৈরী করেছে তদন্ত কমিটি। এছাড়া নতুন কোচ নিয়োগের ইস্যুও রয়েছে। সবমিলিয়ে বেশ কিছু বিষয় নিয়েই আলোচনা হবে বিসিবির এই বোর্ড মিটিংয়ে।

জালাল বলছিলেন, ‘নির্বাচক কমিটির ব্যাপার আছে, নির্বাচক কমিটি নিয়ে আলাপ-আলোচনা হবে। বাংলাদেশ দল নিয়েও আলাপ-আলোচনা হবে। এরপর যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে, আপনারা জানেন বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়ন করার জন্য একটা কমিটি হয়েছিল। ওদেরও হয়তো তদন্তটা শেষ হয়ে গিয়েছে রিপোর্ট দেওয়ার সময় হয়ে আসছে। রিপোর্টটা জমা দিবে। বোর্ড মিটিংয়ে এগুলো নিয়ে আলাপ-আলোচনা হবে।’

আরো পড়ুন  আলোক স্বল্পতায় খেলা বন্ধ , বিপদে বাংলাদেশ

কিন্তু বোর্ড মিটিংটা ঠিক কবে হবে? এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি জালাল ইউনূস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *