কেউই বড় রান করতে পারলেন না। কিন্তু প্রথম ছয় ব্যাটারের সবাই রান পেলেন। সবমিলিয়ে ৮ উইকেটে ১৬৪ রানের পুঁজি পেলো খুলনা টাইগার্স। অর্থাৎ জিততে হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে করতে হবে ১৬৫।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় খুলনা। অ্যালেক্স হেলসের সঙ্গে ওপেন করে আফিফ হোসেন। হেলস মারমুখী শুরু করলেও আফিফ ছিলেন ধীর।
আফিফ ৩৩ বলে করেন ২৯, হেলস ১৭ বলে ২২। অধিনায়ক এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ১৩ বলে ১৮ রান। মাঝে এভিন লুইস আর মাহমুদুল হাসান জয় মারমুখী খেলে দলের রান বাড়িয়েছেন।
লুইস ২০ বলে ৩৬ আর জয় ১৯ বলে খেলেন ২৮ রানের ইনিংস। শেষদিকে ওয়েন পারনেল ১১ বলে ২০ করে খুলনাকে ১৬০-এর ঘরে নিয়ে যান।
দুটি করে উইকেট নেন মঈন আলি আর ম্যাথু ফোর্ডে। মোস্তাফিজুর রহমান আর জাতীয় দলে নতুন ডাক পাওয়া আলিস আল ইসলাম একটি করে উইকেট।