ট্রফি উন্মোচন শেষে যে লক্ষ্যের কথা জানালেন শান্ত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য আজ শুক্রবার ডানেডিনে ট্রফি উন্মোচন করেছেন নাজমুল হোসেন শান্ত এবং টম লাথাম। স্থানীয় রেল স্টেশনে এই ট্রফি উন্মোচিত করা হয়। ট্রফি উন্মোচন শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত জানিয়েছেন সিরিজে নিজেদের লক্ষ্যের কথা।

শান্ত বলেন, ‘দল হিসেবে আমরা সিরিজ জিততে মুখিয়ে আছি। আমাদের দলটা ভালো। গত বছর আমরা এখানে একটি টেস্ট জিতেছি। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জেতা আমাদের লক্ষ্য। যদি জিততে পারি, দারুণ হবে।’

গত অর্ধযুগ ধরে নিয়মিত নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ দল। তবে এবার নতুন অভিজ্ঞতার কথা জানিয়ে শান্ত বলেন, ‘কয়েক বছর ধরে আমরা নিয়মিত নিউজিল্যান্ডে খেলছি। এবার নতুন এক অভিজ্ঞতা হলো। কয়েক মিনিট আগে দারুণভাবে আমাদের স্বাগত জানানো হয়েছে। ছেলেরা খুবই উপভোগ করছে। আমরা বেশির ভাগ খেলোয়াড়কেই চিনি। কয়েকজন অবশ্য নতুন। আমাদের কাছে তাদের ফুটেজ আছে। মিটিংয়ে সেসব দেখছি। আশা করছি, ভালো পরিকল্পনা সাজিয়েই মাঠে নামতে পারব।’

মূল সিরিজে মাঠে নামার আগে গতকাল একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে টাইগাররা। আর এমন জয়কে দারুণ বলছেন শান্ত, ‘ছেলেরা কাল খুব ভালো খেলেছে। উইকেটটা খুব ভালো ছিল। প্রস্তুতি অনুযায়ী সবাই সবার কাজটা ঠিকভাবে করেছে। নিউজিল্যান্ড একাদশও ভালো ক্রিকেট খেলেছে। সব মিলিয়ে দারুণ একটা প্রস্তুতি ম্যাচ হয়েছে। ছেলেরা এই সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী।’

আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। এরপর চলতি মাসের ২৭ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায়। টোয়েন্টি ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিট থেকে শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *