হত্যা মামলার আসামি হওয়ার কারণে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আছে সংশয়। বর্তমানে ভারতের মাটিতে দলের সঙ্গে রয়েছেন টাইগার এই অলারাউন্ডার। তবে আগামী মাসে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন কী সাকিব?
আজ সোমবার মিরপুরে সাকিবের বিষয়ে গণমাধ্যমকে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারে আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ সরকার থেকে যে পরিষ্কার বার্তাটা আছে—যে মামলাগুলো হয়েছে, এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না।’
সাকিব ফিট থাকলে দেশের মাটিতে সিরিজ খেলতে অন্য কোনো সমস্যা হবে না বলে আশাবাদী নাফীস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা মনে করি, সাকিবের ব্যাপারে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন।’