নিউজিল্যান্ডের কন্ডিশন বাধা হবে না, বিশ্বাস শান্তর

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের আবহাওয়ার তফাত অনেক। যে কারণে নিউজিল্যান্ড সফরে টাইগারদের বাড়তি একটা চিন্তা তো থাকছেই। তবে সিরিজের প্রথম ওয়ানডের আগে এসব নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথম ওয়ানডের আগের দিন গণমাধ্যমকে টাইগার অধিনায়ক জানালেন আবহাওয়া নিয়ে খুব একটা সমস্যা হবে না।শান্ত বলেন, ‘কন্ডিশন তো একটু ঠাণ্ডা, তবে এই অজুহাত আমরা কেউই দিতে চাই না। এর আগেও এখানে আমরা এসেছি। আমাদের ধারণা আছে। আশা করছি খুব বেশি সমস্যা হবে না।’

নিউজিল্যান্ডে ভালো করার ব্যাপারে শান্ত বলেন, ‘এর আগে বাংলাদেশের কোন টিম ভালো ফলাফল করতে পারেনি নিউজিল্যান্ডে, কোন না কোন একটা গ্রুপকে তো করতে হবে। আমাদের এই গ্রুপের সেই সামর্থ্য আছে, সবাই বিশ্বাস করে এবার ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’

শান্ত আরও বলেন, ‘আমার মনে হয় না খেলোয়াড়রা এই বিষয়ে জানে। আমিও ব্যক্তিগতভাবে জানি না যে নিউজিল্যান্ড হারে নাই কখনও। অবশ্যই তো ওদের বিপক্ষে চ্যালেঞ্জিং। অস্বীকার করার কিছু নেই, হারে নাই যে কোনোদিন হারবে না এমনও না। এই গ্রুপের সেই সামর্থ্য আছে।’

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ব্যাট বলের লড়াই শুরু হবে ওয়ানডে দিয়ে। আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ২০ ও ২৩ ডিসেম্বর যথাক্রমে নেলসন ও নেপিয়ারে। বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রতিটি ম্যাচ শুরু হবে।

ওয়ানডের পর হবে টি-টোয়েন্টি ম্যাচ। তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটি নেপিয়ারে। পরের দুটি মাউন্ট মঙ্গানুইয়ে। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে। শেষ ম্যাচ ভোর ৬টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *