দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের মেয়েরা। সিরিজ নিশ্চিতের লক্ষ্য এবার নিগার সুলতানা জ্যোতির দল দ্বিতীয় ম্যাচে নেমেছে। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। ফলে প্রথম ম্যাচের মতো আজও (বুধবার) বাংলাদেশ আগে ব্যাট করবে।
বাংলাদেশ একাদশ : শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার, সুবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, লতা মন্ডল, মারুফা আক্তার, শামীমা সুলতানা, শরীফা খাতুন।
দক্ষিণ আফ্রিকা একাদশ : তাজমিন ব্রিটস, লরা উলভার্ট (অধিনায়ক), অ্যানিকে বখ, অ্যানারি ডার্কসেন, সুনে লুস, নন্দুমিসো সাঙ্গাস, এলিজ-ম্যারি মার্ক্স, সিনালো জাফটা (উইকেটরক্ষক), মাসাবাতা ক্লাস, তুমি সেখুখুনে ও নঙ্কুলুলেকো ম্লাবা।