বাংলাদেশ সিরিজের আগে নতুন অধিনায়ক দক্ষিণ আফ্রিকার

আগামী মাসে (ডিসেম্বরে) ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ আছে দক্ষিণ আফ্রিকা নারী দলের। তার আগে তারা নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো।
শুক্রবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, নারী দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে লরা উলভার্টকে। এর আগে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও প্রোটিয়া নারী দলকে নেতৃত্ব দিয়েছেন উলভার্ট, তবে সেটা ছিল ভারপ্রাপ্ত হিসেবে।
নিয়মিত অধিনায়ক হিসেবে লরা উলভার্টের প্রথম অ্যাসাইনমেন্ট হলো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজটি ৩ ডিসেম্বর থেকে শুরু হবে, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
২৪ বছর বয়সী লরা উলভার্টের ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে একটি টেস্ট, ৮৬টি ওয়ানডে এবং ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
টি-টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা নারী দল
অ্যানেকে বোশ, তাজামিন ব্রিটস, অ্যান ডার্কসেন, মিকে ডি রিডার, লারা গুডাল, আয়ন্দা হুলুবি, সিনালোয়া জাফতা, মাসাবাতা ক্লাস, সুনে লুউস, এলিসে মেরি মার্কস, ননকুলুলেকো ম্লাবা, তুমি সেখুমসেন, নোনকুলেকো ম্লাবা, ডেলমি টাকার, লরা উলভার্ট (অধিনায়ক)।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি
টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি: ৩ ডিসেম্বর (উইলোমুর পার্ক, বেনোনি)
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৬ ডিসেম্বর (কিম্বারলি ওভাল, কিম্বারলে)
তৃতীয় টি-টোয়েন্টি: ৮ ডিসেম্বর (কিম্বারলি ওভাল, কিম্বারলে)
ওয়ানডে সিরিজ
প্রথম ওয়ানডে: ১৬ ডিসেম্বর (বাফেলো পার্ক, ইস্ট লন্ডন)
দ্বিতীয় ওয়ানডে: ২০ ডিসেম্বর (জেবি মার্কস ওভাল, পচেফস্ট্রুম)
তৃতীয় ওয়ানডে: ২৩ ডিসেম্বর (উইলোমুর পার্ক, বেনোনি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *