বিপিএলেই মিরপুরের উইকেট পরখ করবে বিসিবি

বাংলাদেশের হারের ব্যর্থতার অনেকটা জুড়েই যেন মিরপুর শের-এ বাংলা ক্রিকেট স্টেডিয়াম। দেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেন্যু হওয়ার পরেই বছরের পর বছর ধরে নিম্নমানের উইকেট তৈরি করে সমালোচনার মুখে পড়েছে মিরপুরের এই স্টেডিয়াম। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অতিমাত্রায় বোলিং নির্ভর উইকেটের কারণে ডিমেরিট পয়েন্টও পেতে হয়েছে তাদের।

এমনকি টি-টোয়েন্টি ক্রিকেটে মিরপুরের উইকেট উপযোগী নয়, সেই অভিযোগও আছে। দেশের ক্রিকেটারদেরও প্রত্যাশা মিরপুরের স্পোর্টিং উইকেট। সিলেট কিংবা চট্টগ্রামের তুলনায় ঢাকায় পিচ নিম্নমানের, একথাও ইনিয়ে-বিনিয়ে বলেছেন অনেক খেলোয়াড়ই।

এবার বিসিবি নিজেও স্বীকার করলো মিরপুরের উইকেটের করুণ দশা। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেটর অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘মিরপুরে যেটা মনে হচ্ছে যে এটা খুবই গুরুতর সমস্যা উইকেটটা নিয়ে। এটা উইকেট বানানোর ক্ষেত্রে কিনা… এখানে তো অনেকগুলো উইকেট আছে। কিছু উইকেট আছে, আমার মনে হয় ভালো খেলা সম্ভব এখনও। এটার প্রমাণটা পাওয়া যাবে সামনে বিপিএলে।’

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই রানের উৎসব। বিপিএলেও রান দেখতে চান এই ক্রিকেট কর্তা, ‘অবশ্যই দেখতে চাই বিপিএলে এখানে অনেক রান হোক। কী ধরনের উইকেট বানায়, সেই ধরনের উইকেট বানাতে হবে যেখানে রান আসবে। যদি সেটাই হয়ে থাকে তাহলে মনে করতে হবে এখানে ভালো উইকেট বানানো সম্ভব।’

তবে বিপিএলে রান না এলে নতুন উইকেট বানানোর ভাবনাও আছে বিসিবির, ‘আমরা এটার জন্য অপেক্ষা করছি। না হলে আমাদের মনে হয় এখানে আবার নতুন করে উইকেট বানানোর চিন্তা-ভাবনা করতে হবে।’

আরো পড়ুন  প্রথমবার ফিফটির দ্বারপ্রান্তে বাংলাদেশ

মিরপুরের পিচে কয়েক মাস খেলা না হলে তখন ভালো হওয়ার সম্ভাবনা আছে কী না, এমন প্রশ্নে জালাল বলেন, ‘হ্যাঁ, হতে পারে। কিছু খেলা আমরা চট্টগ্রামে, সিলেটে দিতে পারি। কিন্তু আমাদের জানতে হবে। আমি এখনও জানি না। আপনারা যে প্রশ্নগুলো করছেন এগুলো গ্রাউন্ডস কমিটিকে করলে হয়ত আরও বেশি তথ্য পেতেন। আমার কাছে পুরো তথ্য নেই। আপনাদের আমি বলতে পারছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *