বিপিএল শুরুর আগমুহূর্তে চোট পেলেন তামিম

বিপিএলকে সামনে রেখে গতকাল সোমবার থেকে অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল। নিয়মিতই মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে আসছেন টাইগার এই অধিনায়ক। আজ মঙ্গলবারও এসেছিলেন মিরপুরের মাঠে অনুশীলন করতে।

তবে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে থাকা তামিম আবারও চোটের থাবায় আক্রান্ত। ইনডোরে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে বোলার তাসকিন আহমেদের বলে আঙুলে চোট পেয়েছেন তামিম। তবে জানা গেছে তেমন গুরুতর কিছু হয়নি টাইগার ওপেনারের।

অনুশীলন চলাকালে তাসকিনের একটি বল এসে তামিমের বাম হাতের তর্জনি আঙুলে আঘাত করে। পরে দ্রুতই অনুশীলন থামিয়ে দেন তিনি। এরপর ফিজিও বায়েজেদুল ইসলাম এসে অবস্থা পর্যবেক্ষণ করেছেন। পরবর্তীতে নেট ছেড়ে তামিম চলে যান ইনডোরের ভেতরে। ধারণা করা হচ্ছে খুব একটা গুরুতর কিছু নয়।

তামিম ইকবাল বেশ অনেকটা দিন থেকেই মাঠের বাইরে আছেন। কোমরের পুরাতন চোটের কারণে মিস করেছেন বিশ্বকাপ। শেষবার তাকে দেখা গিয়েছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে। এর আগে গত জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পর দিয়েছিলেন অবসরের ঘোষণা। এবারের বিপিএল দিয়ে তার মাঠে ফেরার কথা রয়েছে।

সেই লক্ষ্যেই মিরপুরে ঘাম ঝরাচ্ছেন তামিম। গতকাল সোমবার সকালে অনুশীলন করেছেন তামিম। কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে মিরপুরে ঘন্টা তিনেক ব্যাটিং অনুশীলন করেছেন জাতীয় দলের নির্ভরযোগ্য এই ওপেনার। জাতীয় দলের বাইরে থাকলেও বিপিএলকে সামনে রেখে ব্যক্তিগত অনুশীলনে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি।

তবে আজ আবারও অনুশীলন ছেড়ে উঠে যেতে হলো তাকে। পরবর্তীতে তাকে আবার কবে নেটে দেখা যাবে, সেটা জানা যাবে পরীক্ষা-নিরীক্ষার পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *