রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশকে জয়ের ভিত দিয়েছিলেন স্পিনাররা। শেষদিনে সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজরা পেয়েছিলেন ৭ উইকেট। দ্বিতীয় টেস্টে এসে সেই চিত্রনাট্যের কেবল নায়কের বদল হলো। বাংলাদেশের পেসাররা দীর্ঘদিন ধরেই নিজেদের প্রমাণ করেছিলেন। তারই পূর্ণাঙ্গ এক রূপ দেখা গেল এদিন এসে। চতুর্থ দিনে পাকিস্তানের ৮ উইকেট নিলেন পেসাররা।
নাহিদ রানা এবং হাসান মাহমুদ দুজনেই উপহার দিয়েছেন দারুণ স্পেল। হাসানের ফাইফার পূর্ণ হয়েছে শেষ উইকেট নিয়ে। নাহিদের উইকেট সংখ্যা ৪।পাকিস্তানের ব্যাটারদের মধ্যে মোহাম্মদ রিজওয়ান আর সালমান আলী আঘা দুজনেই পরীক্ষা নিয়েছেন কেবল। তাদের সুবাদেই পাকিস্তান গিয়েছে ১৭২ রান পর্যন্ত। বাংলাদেশের সামনে দ্বিতীয় টেস্ট আর সিরিজ দুটোই জয়ের সুযোগ থাকছে। টার্গেট ১৮৫ রান।
চতুর্থ দিন সকালে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, সঙ্গে ৬ রান নিয়ে অপরাজিত সাইম আইয়ুব। দিনের নবম ওভারে পাকিস্তানের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাসকিন আহমেদকে ড্রাইভ করতে গিয়ে মিড অফে নাজমুল হোসেনের দারুণ ক্যাচে ফিরেছেন সাইম আইয়ুব। সাইম আগের দিনের ৬ রানের সঙ্গে যোগ করেন আরও ১৪ রান। ৫০ রানে পাকিস্তানের ৩য় উইকেটের পতন ঘটে।