বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্টে পরাজয়ের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড। ঘরের মাঠে প্রথমবারের মতো নাজমুল হোসেন শান্তর দল কিউইদের টেস্ট ম্যাচে হারানোর সুবাস পেতে শুরু করেছে। জয় থেকে ২১৯ রান দূরত্বে থেকে ৭ উইকেট হারিয়েছে টিম সাউদির দল। ফলে পঞ্চম দিনে তাদের টেল এন্ডারদের জন্য কাজটা অনেকটা অসম্ভবকে সম্ভব করার মতোই! তবুও এখনও জয়ের জন্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন কিউই স্পিনার এজাজ প্যাটেল।
চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে প্যাটেল বলেন, ‘অবশ্যই (জয়ের আশা আছে), আরও কিছু ব্যাটিং বাকি আছে। ক্রিজে এখনও ডাজলার (ড্যারেল মিচেল) আছে, সে খুব ভালো ব্যাট করেছে আজ। আমরা জানি ইশ (সোধি) ব্যাট হাতে কতটা ভালো। আমার মনে হয় পুরোটা সময় লড়াই চালিয়ে যাব। কাল খুব আকর্ষণীয় দিন হতে যাচ্ছে। আমরা ঘুরে দাঁড়িয়ে লড়াই চালাব, দেখা যাক কি হয়।’
দিনের শুরুর ঘটনা নিয়ে প্যাটেল বলেন, ‘সকালের দিকে উইকেটে তেমন কিছু ছিল না। বেলা বাড়ার পর পিচ কিছুটা শুষ্ক হয় এবং স্পিন ধরতে শুরু করে। পঞ্চম দিনে উইকেট কেমন আচরণ করে সেটাই দেখার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে নতুন বলে কিছু না কিছু হচ্ছিল। বল নরম হয়ে যাচ্ছিল পুরনো হওয়ার পর, তখন এত বিষাক্ত হচ্ছিলো না।’
বাংলাদেশের বোলারদের প্রশংসা করে কিউই ক্রিকেটার আরও বলেন, ‘এটা খারাপ উইকেট না। আমার মনে হয় তাদের বোলাররা শৃঙ্খলা মেনে বল করেছে, ভালো জায়গায় বল ফেলেছে। আমাদেরকে কঠিন প্রশ্নের মধ্যে ফেলেছে লম্বা সময় ধরে। উপমহাদেশে স্পিন খেলা সব সময়ই চ্যালেঞ্জের।’