জবি উপাচার্যের ব্যক্তিগত তহবিল থেকে অসুস্থ শিক্ষার্থীকে অনুদান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী অন্তু রানী হালদারের চিকিৎসার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এক লাখ টাকার অনুদান দেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) চিকিৎসারত শিক্ষার্থী অন্ত রাণী হালদারের মায়ের কাছে এক লাখ টাকা হস্তান্তর করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকা হালিম। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান।

এর আগে, গত ১৭ জানুয়ারি মুন্সীগঞ্জের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এক মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষা বর্ষের শিক্ষার্থী অভিজিৎ হালদার অভি (২৫) নিহত হন। এসময় তার সঙ্গে থাকা অন্তু রাণী গুরুতর আহত হন। অন্তু ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *